মাসুদ রানা: সাভারের আমিনবাজার ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে প্রবাসী আমানুল্লাহকে গুলি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।