৫'শ পরিবারের মাঝে সাভারে পৌর মেয়র প্রার্থীর কম্বল বিতরণ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, December 1, 2020

৫'শ পরিবারের মাঝে সাভারে পৌর মেয়র প্রার্থীর কম্বল বিতরণ

সাভার প্রতিনিধি :  সাভার পৌরসভার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মানিক মোল্লা অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও করোনা প্রতিরোধে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছেন।

মঙ্গলবার সকালে (১ ডিসেম্বর) ৫ শত শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেন, এ সময় তিনি সাংবাদিকদের বলেন, "আজ বিজয়ের মাস শুরু হলো সাথে সাথে শীতের প্রকোপতাও বাড়ছে, আজ প্রথম দিন, এটা আমার চলমান প্রক্রিয়ার একটি অংশ, আজ ৫"শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করলাম এভাবে পর্যায়ক্রমে পাঁচ হাজারেরও অধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসন্ন সাভার পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি, আশাকরি বিগত দিনে দল ও জনগণের জন্য যে কাজ করেছি, তাতে আমি শতভাগ বিশ্বাস করি যে দল থেকে আমাকে মনোনয়ন দিবে।
 আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি"
মঙ্গলবার সকালে নিজ বাসভবন থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages