আশুলিয়ায় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, December 12, 2020

আশুলিয়ায় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 


মাসুদ রানা :

আশুলিয়ায় জাতীয় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধায় ডিইপিজেডে পশ্চিম পাশে অবস্থিত  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে সাভার প্রতিনিধি মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় আশুলিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিল উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক রকিব আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক তোফাজ্জল হোসেন দয়াল, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান।

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের সফিকুল ইসলাম,  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বাবুল আহম্মেদ, কোষাধ্যক্ষ রিপন মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম মানিক, কার্যনির্বাহী সদস্য সুচিত্রা রায, দৈনিক আমার সংবাদের জাহাঙ্গীর আলম প্রধান , বাংলার প্রতিনের সাইদুর রহমান, দৈনিক দেশকালের কাজী বিপ্লব,সিএসবি ২৪ এর ব্যবস্থপনা সম্পাদক মহসিন খান বুলবুল, দৈনিক আলোকিত সকালের ইব্রাহিম হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন, মোস্তাক আহম্মেদ, নজরুল ইসলাম সহ প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত হয়ে পত্রিকার উত্তোর উত্তোর সমৃদ্ধি কামনা করে অলোচনা করেন। 

এ সময় প্রধান অতিথি পত্রিকাটির ব্যপারে সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে অগ্রসর হবার জন্য দৃঢ় প্রত্যায়ব্যাক্ত করেন।

পরে সবাই দৈনিক সময়ের কাগজের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

পরিশেষে কেক কেটে সবার মাঝে মিষ্টান্ন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages