আশুলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, December 11, 2020

আশুলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ


আশুলিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে রাতের আঁধারে নির্মাণাধীন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের কিছু অংশ ভেঙে বিকৃত করে ফেলা’র প্রতিবাদে ঢাকা জেলা শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১ডিসেম্বর) বিকেলে  ঢাকা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ানের নেতৃত্বে আশুলিয়ার বলিভদ্র বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বেপারি, সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার, আশুলিয়া ও ধামরাই থানা শ্রমিকলীগের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ। 
পরে এক সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা দুষ্কৃতিকারিদের কঠোর শাস্তির দাবী জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages