সাভারে আ.লীগের পৌর মেয়র পদে ৬ জনের নাম চূড়ান্ত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, December 5, 2020

সাভারে আ.লীগের পৌর মেয়র পদে ৬ জনের নাম চূড়ান্ত

সাভার প্রতিনিধি : সাভার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী সাভার পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৬ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাভার সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় এ সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা।

সভার শুরুতে কোনোরকম পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছয়জনের মধ্যে নামের ক্রমনুসার ঠিক করতে গোপন ব্যালটে ভোটের প্রস্তাব করেন নজরুল ইসলাম মানিক মোল্যা। পরে ভোট অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ভোটের ক্রমানুসারে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান খান ও গোলাম ফয়েজ  উদ্দিন খান শিহাব-এর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ (শনিবার) বিকেলেই কেন্দ্রে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ৬ জনের নাম কেন্দ্রেীয় কার্যলয়ে পাঠাােনা হবে। 

প্রসঙ্গত, মোট ভোটার ছিলো ৮৫ জন, ভোট দিয়েছেন ৭৬ জন। বাকী ৯ জনের কেউ অনুপস্থিত ছিলেন, কেউ মৃত্যু বরণ করেছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages