৬ষ্ঠ বর্ষে পর্দাপণ করলো আমার দেশের সংবাদ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, December 15, 2020

৬ষ্ঠ বর্ষে পর্দাপণ করলো আমার দেশের সংবাদ

মাসুদ রানা : দিনটি ছিল ইংরেজী ২০১৫ সালের ১৪ ডিসেম্বর আমার দেশের সংবাদ নামে আশুলিয়া থেকে শুরু হলো একটি অনলাইন নিউজ পোর্টাল, যদিও প্রধান অফিস ছিল ঢাকাতেই। সেই থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে আমার দেশের সংবাদ ৬ষ্ঠ বছরে পর্দাপণ করতে যাচ্ছে। 
এই সুদীর্ঘ পথপরিক্রমায় নানা প্রতিকূলতার মাঝে আমরা আমাদের উপর দ্বায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি, শত বাধাঁর মাঝেও পিছপা হইনি। সর্বদা চেষ্টা করেছি পাঠকের মাঝে সত্যটুকু তুলে ধরতে। মিথ্যা ভুয়া সংবাদ পরিবেশন করে কখনোই পাঠকের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করিনি। মিথ্যা তথ্য প্রকাশ করে কখনোই নিজেদের ব্যবসার কথা চিন্তা করিনি। আমাদের কোন কোন  নিউজ হাজার মানুষ পড়েছে, আবার কোন কোন নিউজের জন্য আমাদের হুমকী ধমকি সহ অকথ্যভাষার গালাগাল হজম করতে হয়েছে। 
পর্যাপ্ত পরিমান লগ্নি না করতে পারায় আমরা হয়তো রাতারাতি অনেক সেরাদের কাতারে যেতে পারিনি তাতে কি আমরা আমাদের মতো চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি । আমরা বিশ্বাস করি  সততা নিয়ে কাজ করলে হ্যালোজিনের আলোর মত না জ্বললেও মাটির প্রদীপের মত মিটমিট করে জ্বলবেই। 
আমরা চেষ্টা করছি, আরো সুসজ্জিত ভাবে একটি দক্ষটিম নিয়ে আমার দেশের সংবাদ কে পাঠকের কাছে প্রদর্শন করতে । 
 এই পথচলায় আমাদের বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী ও অগণিত পাঠদের প্রতি রইলো ভালবাসা শুভেচ্ছা আর অভিনন্দন। 
আশাকরি অতীতের ন্যায় আগামীদিন গুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন।

ধন্যবান্তে, লেখক : সম্পাদক, আমার দেশের সংবাদ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages