আশুলিয় প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন  জয়, সম্পাদক জহিরুল  ইসলাম খান - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, January 3, 2021

আশুলিয় প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন  জয়, সম্পাদক জহিরুল  ইসলাম খান



মাসুদ রানা :  আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন  জয় ও  সম্পাদক জহিরুল  ইসলাম খান( লিটন)। 

আশুলিয় প্রেস ক্লাবের ৭ম দ্বি বার্ষিক নির্বাচন ২০২১-২২ইং অনুষ্ঠিত  হয়েছে। 
গতকাল রবিবার  ৩রা জানুয়ারি ২০২১ ইং  সকাল  ১০ টা থেকে  ভোট গ্রহন শুরু হয়ে  দুপুর ১ টায় শেষ হয়।  মোট ভোট সংখ্যা  ৫১ 
 নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন, প্রধান  নির্বাচন কমিশনার  আব্দুল ওহাব, সহকারি  নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও জাকির হাসান। বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন, তাদের প্রাপ্ত সূত্রের ভিত্তিতে' সভাপতি সময় টেলিভিশনের  মোজাফ্ফর হোসেন  জয়,সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিষনের  মোঃ জহিরুল  ইসলাম খান( লিটন), সহ  সভাপতি দৈনিক যুগান্তরের মেহেদী হাসান  মিঠু ও সাপ্তাহিক আলোকিত কন্ঠের মোঃ ওমর ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক  মুক্তকন্ঠের ওবায়দুল রহমান ( লিটন),সাংগঠনিক সম্পাদক  ডেইলি অবজারভারের আমিনু ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক জাগরণের মোঃ তুহিন  আহমেদ, দপ্তর সম্পাদক সময়ের কণ্ঠস্বরের মোঃ মনির মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাতীয় অর্থনীতির মুন্সী মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতি  সম্পাদক  দৈনিক  দিনকালের নজরুল  ইসলাম মানিক এ ছাড়াও  কার্য নির্বাহী সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, জাহিদ হাসান  ও আলী আজম সরকার বিজয়ী হয়েছেন  । 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages