এ সময় উপস্থিত ছিলেন, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন, আমিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আ.লীগনেতা রাকিব অাহমেদ, ঢাকা জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন দয়াল, আ.লীগনেতা কাইয়ূম খান ঝন্টু,যুবলীগ নেতা কিয়াম উদ্দিন,শামীম মোল্লা মেম্বার, মির্জা ফজল মেম্বার,মোঃ মাসুম মেম্বার,আলফাজুদ্দিন মেম্বার ও মোঃ শমসের আলী সহ প্রায় ১থেকে দেড় হাজার আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা গণ সংযোগ ও লিফলেট বিতরণে অংশ গ্রহণ করে। এ সময় নেতৃবৃন্দ সাভারের পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আব্দুল গণির পক্ষে পাড়া মহল্লায় চায়ের দোকানে, বাজার হাটে উপস্থিত এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
এবং উপস্থিত ভোটারদের নৌকার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করার জন্য আহবাণ জানান।
তারা ভোটারদের কাছে বিগত দিনে মেয়র আলহাজ্ব আব্দুল গণির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করেন।