সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 15, 2021

সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

 


সাভার প্রতিনিধি:

সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়  এক যুবক নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় বাসচাপায় রিয়াজুল নিহত হন।

জানাযায় নিহত যুবকের নাম রিয়াজুল ইসলাম (২৪), সে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নছোপা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি আশুলিয়ার চক্রবর্তী মোল্লা কলোনিতে ভাড়া  থেকে একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

একই সড়কে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসির) সামনে একটি বাস অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ২০ জন আহত হন। বাস দুটিকে থানায নিয়ে যান সাভার হাইওয়ে পুলিশ ।

এছাড়াও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়াজুলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটিকে চিহ্নিত করতে চেষ্টা চলছে। তবে বিপিএটিসির সামনে দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages