আশুলিয়ায় মাদ্রাসায় ছাত্রী ধর্ষণের শিকার, অধ্যক্ষ গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 22, 2021

আশুলিয়ায় মাদ্রাসায় ছাত্রী ধর্ষণের শিকার, অধ্যক্ষ গ্রেপ্তার


ইব্রাহিম খলিলুল্লাহ (আশুলিয়া): আশুলিয়ায় ১২ বছরের মাদ্রসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
বৃহস্পতিবার রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সকালে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানান, আশুলিয়ার খেজুরবাগান চাঁনগাও এলাকার হুরে জান্নাত মহিলা মাদরাসা ও নুরে মদিনা মাদরাসার আবাসিক ছাত্রী ছিলেন ভুক্তভোগী। গত কয়েকদিন আগে চা বানানোর কথা বলে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে মাদ্রাসার অধ্যক্ষ। এছাড়া বিষয়টি অন্য কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। তবে ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসা থেকে বের হতে পারছিলো না। পরে তার এক সহপাঠীর মাধ্যমে চিরকুট লিখে পরিবারের কাছে পাঠালে বিষয়টি ফাঁস হয়। 
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত অধ্যক্ষ মিরপুরে আত্মগোপন করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages