করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু, বিডিএসএফ এর শোক - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, January 21, 2021

করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু, বিডিএসএফ এর শোক

 


নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী মুহাম্মদ আফজালুর রহমান (আফজাল মুহাম্মদ) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গত ১ জানুয়ারি আফজালুর রহমানের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। পরে তাঁর অবস্থার অবনতি হলে ৩ জানুয়ারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১০ জানুয়ারি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশ বিডিএসএফ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর সিকদার  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।  এবং শোকাহত পরিবারের সদস্য ও সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 


Post Bottom Ad

Responsive Ads Here

Pages