নিজস্ব প্রতিনিধি : সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বেলা ৪ টার দিকে রাজধানী ঢাকার অতি নিকট আমিন বাজারের গ্রীন মফিজউদ্দিন টাওয়ারের ৪র্থ তলায় বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক সময়ের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক বান্ধব নেতা এবং বিশিষ্ট গুণীজন ব্যাক্তিত্ব রকিব আহমেদ । সংগঠনটির সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর শিকদার । যুগ্ম সম্পাদক মহসিন খান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম , ধর্ম সম্পাদক কাজি মিজানুর রহমান । এছাড়াও সদস্য এমএ জাফর লিটন, মোঃ জেলহক হোসাইন, ইব্র্রাহিম, মোঃ কামাল হোসেন, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেনসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ।
এ সময় আলোচনা সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নিজেদের মাঝে ঐক্যতার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তাগন ।