সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে বিডিএসএফ এর শোক - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 15, 2021

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে বিডিএসএফ এর শোক

নিজস্ব প্রতিনিধি : দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। শুক্রবার সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হিলালী।

তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এর পর জাতীয় প্রেসক্লাবে হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে। হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী রেখে গেছেন। 

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশ বিডিএসএফ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর সিকদার  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্য ও সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages