সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই, বিডিএসএফ এর শোক - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, January 12, 2021

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই, বিডিএসএফ এর শোক



ডেস্ক নিউজ : বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর  ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

বাংলাদেশ সাংবাদিক ফেডারেশ বিডিএসএফ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর সিকদার  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তাঁর  মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্য ও সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages