বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, January 19, 2021

বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই

 
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনে বহুল সম্প্রচারিত ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘মালু’ চরিত্রে অভিনয় করা অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আজ সকাল ৯টার দিকে আমার দেশের সংবাদ কে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার সানাউল করিম। তিনি বলেন, ‘সবশেষ তিনি আইসিইউতে ছিলেন। নিউমোনিয়ার লক্ষণ ছিল, তবে করোনা নেগেটিভ ছিলেন।’

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন মুজিবুর রহমান দিলু।

মুজিবুর রহমান দিলু ছিলেন টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, পরিচালক, থিয়েটারকর্মী এবং নাট্যকার। ঢাকা ড্রামা থিয়েটার গ্রুপের মালিক দিলু ছোটদের সংগঠন টুনটুনি’র সমন্বয়কারী ছিলেন। এ ছাড়া তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

২০০৫ সালে গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages