নিজস্ব প্রতিনিধি :
আশুলিয়ায় নিজ শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাষণ্ড পিতা কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৫শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জরুরি সার্ভিস ৯৯৯ এ কল করলে আশুলিয়া থানা থানার এস আই নাসির ঘটনাস্থলে পৌছে পাষন্ড পিতা মতি মিয়া (৪৫) কে আটক করে ।
আটক মতি মিয়া জামালপুর জেলার সদর থানার তুলশীপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।
জানাযায়, সে আশুলিয়ার সাধুর মার্কেট এলাকার শামশুল আলমের নীতিবান টাওয়ারের তিন তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তান সহ বসবাস করে আসছিলেন। কিন্ত বেশ কিছু দিন যাবৎ তার ১১বছর বয়সী মেয়ে তার পিতা মতি মিয়ার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষক চেষ্টা অভিযোগ তুলে যাচ্ছে।
এলাকাবাসী ঘটনাটি জানার পর সাংবাদিক মাসুদ রানা কে অবহিত করলে তিনি ঘটনার সত্যতা যাচাই করে তৎক্ষণাৎ জরুরি সার্ভিস ৯৯৯এ কল করে।
এবং ঘটনাস্থলে আশুলিয়া থানার এসআই নাসির উপস্থিত হয়ে পাষন্ড পিতা মতি মিয়া কে আটক করে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক মতি মিয়াকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানান আশুলিয়া থানার এস আই নাসির।