নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের টিকা নেয়ার পরেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২০শে মার্চ শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। ২১শে মার্চ রবিবার তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
চিকিৎসকের পরামর্শে তিনি সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে বিশ্রামে আছেন। দেশবাসীর কাছে তিনি তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
অন্যদিকে রবিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডা. এনামুর রহমান বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টাইনে রয়েছেন।