সাভার প্রতিনিধি : সাভারে হেফাজতের হরতালের বিরুদ্ধে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ।
রবিবার সকালে হেমায়েতপুরে বিক্ষোভ মিছিল করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, বলিয়ারপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।