করোনায় অভিনেতা এস এম মহসীনের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 18, 2021

করোনায় অভিনেতা এস এম মহসীনের মৃত্যু

অভিনেতা এস এম মহসীন

অনলাইন ডেস্ক :  কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ অভিনেতা এস এম মহসীন। রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানান, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

৭৩ বছর বয়সী গুনী এই অভিনেতা সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। এরপর তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থেকেই না ফেরার দেশে পাড়ি জমান এস এম মহসীন।

উল্লেখ্য, এস এম মহসীন বাংলাদেশের একজন বর্ষীয়ান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। বাংলা নাটকের জনপ্রিয় মুখ তিনি। চার দশক ধরে তিনি টানা অভিনয় করে আসছেন। এস এম মহসীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের অনুষদের সদস্য। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রয়াত অভিনেতা।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসীন। ‘পদক্ষেপ’ শিরোনামে নাটকের মধ্য দিয়ে রেডিও নাটকে তার আত্মপ্রকাশ। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দেয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages