সাভার প্রতিনিধি :
প্রতিদিন সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র পথচারী ও খেটে খাওয়া মেহনতী শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন সাভারের আমিন বাজার এলাকার মরহুম মফিজ উদ্দিন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জনপ্রিয় আওয়ামীলীগ নেতা রকিব আহমেদ।
আজ শনিবার (৮ই মে) সাভারের আমিন বাজারের বাসস্টান সংলগ্ন গ্রীন মফিজ টাওয়ারের সামনে চলে তার প্রতিদিনের ন্যায় ইফতার সামগ্রী বিতরণ কায্যক্রম।
করোনা ভাইরাসের কারণে দেশে চলমান এই লকডাউনের সময় রোজা রেখেও যারা ইফতার কেনার মতো সামর্থ্য নেই তাদের জন্য তার এই প্রয়াস।
রোজাদার মানুষগুলো প্রতিদিন আমিন বাজারের গ্রীন মফিজ টাওয়ারের সামনে ভীড় জমায় আর রকিব আহমেদ ও অধিকাংশ সময় নিজে উপস্থিত হয়ে পরম মমতায় তুলে দেন ইফতার সমগ্রী।
এ প্রসঙ্গে রকিব আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিগত দিনে করোনার মাঝেও আমি অসহায় দরিদ্র মানুষ গুলোর পাশে ছিলাম আজও আছি।
যারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যাদের পক্ষে ইফতার কিনে খাবার সামর্থ্য নেই তাদের হাতে আর যারা শরমে বলতে পারে না তাদের হাতেও আমি ইফতার সামগ্রী পৌছে দিচ্ছি। কিছু পেতে নয় সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ-ই আমার পরম লক্ষ্য।