নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নবাসী কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শেখ মোঃ আব্দুল কুদ্দুস ।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ মে মঙ্গলবার আমার দেশের সংবাদে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কিন্তু বৈশ্বিক মহামারি করোনায় নিস্তব্ধ দেশ। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদ-উল-ফিতরের নামাজের জামাত নিকটস্থ’ মসজিদে মাস্ক পরে সুবিধাজনক সময়ে আদায় করুন । এ সময় কোথাও বেড়াতে না গিয়ে পরিবার পরিজন নিয়ে ঘরেই পালন করুন ঈদ উৎসব।
সম্ভব হলে লকডাউনের মাঝে অসহায়ভাবে দিনযাপন করা আপনার প্রতিবেশীটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তবে স্বার্থক হবে আপনার ঈদ আনন্দ। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আওয়ামী ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন।