নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান শেষে খুশির বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাহানের সবচেয়ে বড় আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে উপস্থিত । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার -সহ আমিনবাজার ইউনিয়নবাসী কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, অত্র এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য সন্তান, আমিনবাজারের জনপ্রিয় ব্যাক্তিত্ব, আওয়ামীলীগ নেতা, ক্রীড়ামোদী, শিক্ষানুরাগী রকিব আহমেদ ।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১২ই মে বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর । কিন্তু বৈশ্বিক মহামারি করোনায় নিস্তব্ধ গোটা দেশ। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদ-উল-ফিতরের নামাজের জামাত নিকটস্থ’ মসজিদে মাস্ক পরে সুবিধাজনক সময়ে আদায় করতে হবে । এ সময় কোথাও বেড়াতে না গিয়ে পরিবার পরিজন নিয়ে ঘরেই পালন করুন ঈদ উৎসব।
তিনি আমিনবাজারবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা পরিবার পরিজন নিয়ে স্ব স্ব অবস্থানে থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করুন,,,, সুখি সমরৃদ্ধ হোক আপনাদের জীবন,,,,, সকলের জন্য নিরন্তণ শুভকামনা।
তিনি আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং সাবেক খাদ্যমন্ত্রী সাংসদ এডভোকেট কামরুল ইসলাম-সহ আওয়ামী নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।