প্রতিদিনের ন্যায় আজ রবিবার (৯ই মে) মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে দেশে চলমান লকডাউনের সময় রোজা রেখে প্রতিদিন মসজিদে ইফতার করতে আসা রোজাদার মুসল্লি, মসজিদে এত্তেকাফ কারী মুসল্লি ও ঈমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্য ইফতার সমগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও রোজাদার মানুষগুলো প্রতিদিন আমিন বাজারের গ্রীন মফিজ টাওয়ারের সামনে ভীড় জমায় আর রকিব আহমেদ ও অধিকাংশ সময় নিজে উপস্থিত হয়ে পরম মমতায় তুলে দেন ইফতার সমগ্রী।
এ প্রসঙ্গে রকিব আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিগত দিনে করোনার মাঝেও আমি অসহায় দরিদ্র মানুষ গুলোর পাশে ছিলাম আজও আছি