সাভার প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যােগে তৃণমূলের কর্মীদের মাঝে শুভেচ্ছা ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ই মে বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়ায় কৃষকলীগের অত্র থানা কমিটির সভাপতি মহসিন করিমের উদ্যােগে স্বাস্থ্যবিধি মেনে তারই বাসভবনের সামনে এক"শ জন তৃণমূলের কর্মীদের মাঝে ঈদে রান্নায় ব্যবহারিত বিভিন্ন সামগ্রী একত্রিত করে একশতটি প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় কর্মীদের মাঝে খুশির ঝিলিক পরিলক্ষিত হয়।
দীর্ঘদিন ধরে আশুলিয়া থানা কৃষকলীগের সাথে সম্পৃক্ত তৃণমূলের কর্মী নুরুজ্জামান(৪২) ও নারীকর্মী পারভিন আক্তার(৩৫) জানান, কৃষকলীগের প্রতিটি কর্মকাণ্ড আমরা স্বতঃপূর্তভাবে অংশ গ্রহন করি কখনো কিছু পাবার আশাকরি না কিন্তু কারোনার কারণে সৃষ্ট লকডাউনের মাঝে আমাদের নেতারা যে এই ঈদের সময় পোলাউর চাউল,দুধ, সেমাই,চিনি নুডুলস, তেল সাবান আমাদের উপহার দিলেন তাতে আমরা অত্যান্ত খুশি হয়েছি।
এ সময় আশুলিয়া থানা কৃষকলীগের সহ-সভাপতি হয়রত আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যানো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ সরা বিশ্বকে মুক্ত করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।