আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া থানা ছাত্রলীগের জিনেদিন জিদান(অপর্ন) ও তানভির হাসান (জয়) এর উদ্যােগে পথচারী আসহায় গরীবদুঃখীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
![]() |
ইফতার বিতরণ করছেন জিনেদিন জিদান(অপর্ন) |
শুক্রবার (৭মে) বিকেলে আশুলিয়ার নবীনগর পর্যটন হোটেলের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন।
এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায়, বর্তমানে দেশে করোনা ভাইরাসের প্রকোপের কারণে সৃষ্ট লকডাউনে পবিত্র রমজানের রোজাদারদের কথা চিন্তা করে জিনেদিন জিদান(অপর্ন) ও তানভির হাসান (জয়) এর উদ্যােগে তারা গরীব দুঃখী অসহায় ও রাস্তায় চলাচলরত পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগের উপস্থিত নেতৃবৃন্দ জিনেদিন জিদান(অপর্ন) ও তানভির হাসান (জয়) এর নানা মুখি কার্যক্রমের ব্যপারে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের যথাযথ মূ্ল্যায়নের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবাণ জানান।