ধর্ষণের আসামি ধরছে না পুলিশ কালক্ষেপনের অভিযোগ বাদীর - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, June 22, 2021

ধর্ষণের আসামি ধরছে না পুলিশ কালক্ষেপনের অভিযোগ বাদীর

 


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ ধর্ষণের আসামী না ধরে বিভিন্ন কালক্ষেপন করছে বলে অভিযোগ করছেন বাদী। বাদীর দাবী, ধর্ষণের মামলা তোলে নিতে তাকে আসামী পক্ষের বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছেন।

ওই মামলার আসামী হলেন, গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার কাশিমপুর নয়াপাড়া এলাকার মৃত মাহাবুবুল খালিকের ছেলে তরিকুল ইসলাম সবুজ (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, ওই বাদী নারীর গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার সরদাগঞ্জ কাজী মার্কেট এলাকায় রহিম মাতব্বর মার্কেটে ‘বৌ রানী বিউটি পালার’ নামে একটি বিউটি পালার্র দোকান রয়েছে। এ কারণে তার সাথে আসামী সবুজের একটি সুসম্পর্ক সৃষ্টি হয়। এ সুযোগে গত ৪ মার্চ দুপুর দেড়টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি ওই নারীকে কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের রেষ্ট হাউজে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে সবুজ। পরে তিনি ওই নারীকে বিয়ে করার বিষয়ে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তরিকুল ইসলাম সবুজের নাম উল্লেখ করে গত ১২ জুন কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে কালিয়াকৈর থানার ওসি অপারেশন পারভেজ আহমেদ সেলিম ঘটনাস্থলে তদন্তে যান। কিন্তু ঘটনার ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ অজ্ঞাত কারণে ধর্ষণ মামলার আসামী ধরছে না বলে বাদীর অভিযোগ।

বাদীর দাবী, কালিয়াকৈর থানার ওসি অপারেশন তদন্তে গেলেও আসামী ধরছে না, উল্টো বিভিন্ন কালক্ষেপন করছেন। এদিকে ধর্ষণের মামলা তোলে নিতে তাকে বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকতার্ কালিয়াকৈর থানার ওসি অপারেশন পারভেজ আহমেদ সেলিম জানান, মামলা তদন্তধীন আছে। এ কথা বলেই তিনি বিষয়টি এড়িয়ে যান। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages