নিজস্ব প্রতিনিধি :
তিনমাসব্যাপি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ২০২১ইং উপলক্ষে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫জুন)দুপুর আড়াই"টার দিকে ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও আশুলিয়া থানা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলীর ব্যপস্থাপনায় দক্ষিণ বাইপাইলের তার নিজস্ব অফিস কার্যালয় সংলগ্ন নরুল ইসলাম মসজিদের সামনে ও খালেরধারে কালভার্ডের সাথে পরিত্যাক্ত জমিতে বৃক্ষ রোপন করা হয়।
এসময় ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সভাপতি মহসিন করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব-আহসান হাবিব এর সঞ্চালনায় সংক্ষিপ্ত একদিক নির্দেশনা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, আশুলিয়া থানা আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।
প্রধান অতিথি উপস্থিত কৃষক, শ্রমিক ও জনসাধারণের মাঝে রোপনের জন্য ৫শত গাছের চারা বিতরণ করেন।
এ সময় তিনি কৃষকলীগের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র অঞ্চলে কৃষকলীগের যে কোন কার্যক্রমে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় কৃষকলীগ নেতৃবৃন্দ প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, আশুলিয়া থানা আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক-মোঃ বশির আহমেদ, যুগ্ম আহবায়ক-বেপারী আল-মামুন, যুগ্ম আহবায়ক মোঃআব্দুল মতিন, সদস্য আলেকুজ্জামান আলেক, সদস্য মোঃ শাহ আলম, আশুলিয়া থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সেচ্ছাসেবকলীগের আ.লীগ নেতা মুনসুর মাদবর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।
জানাযায় আজ(শুক্রবার) কৃষকলীগ নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় ফলোজ বনোজ ঔষধিসহ কয়েক শত চারা রোপন করেন।