হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান বড়ইবাড়ী এলাকায় সুজনের বাড়ির পশ্চিম পাশ থেকে সরকারী বনের গজারি বল্লী উদ্ধার করেছে চন্দ্রা সদর বিট অফিসের কর্মকর্তারা। উপজেলার টান বড়ইবাড়ী এলাকায় বোয়ালি বিটের আওতাধীন সুজনের বাড়ির পশ্চিম পাশে বন থেকে কাটা গজারী বল্লী পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার পরামর্শে চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরীফ উর রহমান খান চৌধূরীর নেতৃত্বে একদল বন কর্মকর্তা রাতভর অভিযান চালিয়ে অবৈধ ভাবে কাটা ১৭০পিছ গজারি বল্লী উদ্ধার করেন।
উদ্ধারকৃত মালামাল কালিয়াকৈর রেঞ্জ অফিসে আনা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা সদর বিট ও বোয়ালী বিটের কর্মকর্তারা।
চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরীফ উর রহমান খান চৌধূরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও বিভাগীয় বন কর্মকর্তা স্যারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে বড়ই বাড়ী এলাকা থেকে ১৭০ পিছ গজারী বল্লী উদ্ধার করা হয়েছে। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।