কালিয়াকৈরে কলোনীতে আগুন, পুড়ে গেল ৮টি কক্ষ - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, August 11, 2021

কালিয়াকৈরে কলোনীতে আগুন, পুড়ে গেল ৮টি কক্ষ



হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় বুধবার সকালে একটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে ওই কলোনীর ৮টি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বক্তারপর এলাকায় মইনুল ইসলামের  কলোনীতে  বুধবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সকালে ওই কলোনীর একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ওই কলোনীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে আগুনের লেলিহান ওই কলোনীর ৮টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিকভাবে পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages