কালিয়াকৈরে স্কুল ছাত্রী অপহরণে ৬ দিন পর মামলা নিল পুলিশ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 14, 2021

কালিয়াকৈরে স্কুল ছাত্রী অপহরণে ৬ দিন পর মামলা নিল পুলিশ



গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় অবশেষে ৬ 

দিন পর মামলা নিল পুলিশ। অপহরন মামলার এক আসামীকে ১২ আগষ্ট গ্রেফতার করে অভিযোগের ছয়দিন পর মামলা এজাহারভুক্ত করা হয়। গ্রেফারকৃত আসামী হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে আজাহার আলী (৫০)। এদিকে ঘটনার আটদিন পেরিয়ে গেলেও ওই অপহৃত ছাত্রী উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।  

এলাকাবাসী ও অপহৃত স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় গত ৭ আগষ্ট শনিবার সন্ধ্যায় এ অপহরণের ঘটনা ঘটে। ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়ে। কিন্তু একই এলাকার আজাহার আলীর ছেলে নয়ন মিয়া (২০) বিভিন্ন সময় রাস্তা-ঘাট ও বিভিন্ন স্থানে তাকে উত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী বার বার উত্যক্তের প্রতিবাদ করে এবং বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এতে ওই যুবক দীর্ঘদিন ধরে তার উপর ক্ষিপ্ত ছিল। গত ৭ আগষ্ট সন্ধ্যায় বাড়ীর পাশের রাস্তা থেকে নয়ন ও সৈকত ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক মোটরসাইকেলে তোলে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তাদের সাথে আরো কয়েকজন অপহরণে সহযোগীতা করে। 

এ ঘটনায় পরের দিন রোববার অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নয়ন, সৈকত, আজাহার আলী, খোদেজা বেগম, মোফাজ্জল হোসেন ও তোফাজ্জাল হোসেনের নাম উল্লেখ্য করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে মোফাজ্জল হোসেনকে আটক করে  পুলিশ। পরে নয়নের স্বজন স্থানীয় প্রভাবশালী মোস্তফা সরকার পুলিশের সাথে আতাত করে তার জিম্মায় ছাড়িয়ে নেয়। পরে গত ১২ আগষ্ট ২০২১ইং তারিখে দৈনিক আজকালের খবর পত্রিকায় “ কালিয়াকৈরে ছয় দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী, শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রসাশনের টনক নড়ে। পরে গত ১৩ আগষ্ট ২০২১ইং তারিখে মামলা রুজো করেন থানা পুলিশ এবং ওই মামলার আসামী আজাহার আলীকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে ।  অপরদিকে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রী উদ্ধার না হওয়ায় ও অপহরণের আসামী আটকের পর জিম্মায় ছেড়ে দেয়া আসামীকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারসহ স্থানীয় লোকজন।


অপহৃত স্কুল ছাত্রীর বাবা আজাহার মিয়া মুঠোফোনে জানান, পুলিশ মামলা রের্কড করেছে এবং মামলার এক আসামী গ্রেফতার করেছে। তবে আজ আট দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি আমার মেয়ে।

জিম্মাকারী ছেলের স্বজন মোস্তফা সরকার বলেন, ওই ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আটককৃত মোফাজ্জলকে ছাড়িয়ে নিয়েছি। অভিযোগের পরের দিন ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো তাকে ছেলে পক্ষ ফিরিয়ে দেয়নি। তাই আমি পুলিশকে বলেছি আপনারা আইনগত ব্যবস্থা নিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত জানান, এঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। একজন আসামী গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages