হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি : সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে রোববার সকালে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন, কালিয়াকৈর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, কালিয়াকৈর প্রেসক্লাবের সকল সাংবাদিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।