হুমায়ুন কবির, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবে রোববার দুপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষির্কী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে উপজেলার মাকিষবাতান এলাকায় প্রেসক্লাব ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.এ আলীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীমসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, আলহাজ হোসেন, বিপ্লব হোসেন, সাগর আহম্মেদ, তুহিন মোল্লা, সামান উদ্দিন, মাইনুল সিকদার, সেলিম হোসেন, শাহআলম সিকদার, আফসার খান বিপুলসহ প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।