হুমায়ুন কবির, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে করোনার মহামারিতে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুুুধবার দুপুরে উপজেলা উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাজ্জাদ সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা বিআরডিবির উপপরিচালক এ এস এম সোলায়মান, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস জায়দা নাসরিনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, কুটির শিল্পের বিকাশ বিআরডিবির হাত দিয়ে যাত্রা শুরু হয়। বিআরডিবি প্রশিক্ষণ দিয়ে মানুষে সচেতন করে বাল্যবিয়ে, মাদক, যৌতুক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করছে। বিআরডিবির ডিপটিউবওয়েল, সার, বীজ ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে ২৩ লাখ টাকা ঋন প্রদান করেন।