নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১২আগস্ট) বিকেল ৩টার সময় পাল গার্মেন্টস পূর্ব পার্শ্বে বাইপাইল ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক, আশুলিয়া থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলীর নিজ অফিস কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য সচিব আহসান হাবিব এর সঞ্চালনায় ও আহবায়ক মহসিন করিম এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ,কে,এ আযম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান। এছাড়াও আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মাস্টার,যুগ্ম আহবায়ক মোঃ বশির আহমেদ, যুগ্ম আহবায়ক বেপারী আল মামুন, যুগ্ম আহবায়ক আর কে মুক্তা, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন,সদস্য মোঃ শাহ আলম,সদস্য ও আশুলিয়া থানা কমিটির সাধা: সম্পাদক আনোয়ার হোসেন আনু,সদস্য মোঃ মনু খান,সদস্য শাহজাহান চৌধুরী,সদস্য হবি মেম্বার,সদস্য মোঃ মানিক,সদস্য গোলাম নবী,সদস্য মোঃ আলেকুজ্জামান আলেক,সদস্য মোঃ লিটন ভান্ডারী,সদস্য মোঃ আরব আলী,সদস্য মোঃ ইদ্রিস আলী,সদস্য নুর মোহাম্মদ,আশুলিয়া থানা কৃষক লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, সাভার পৌরসভা কৃষক লীগের সভাপতি মোঃ আয়নাল হক গেদু, ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কিসমত আলী, ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সহ বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।
এ সময় প্রধান অতিথি ও বক্তাগণ, বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এবং অত্র অঞ্চলে কৃষকলীগ কে আরো শক্তিশালী করণের লক্ষে নানা মুখী কর্মকান্ড নিয়ে বিশদভাবে খোলামেলা মতামত তুলে ধরেন।
পরে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।