নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবএর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৫ টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাজারে পাশে বটতলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কাদের দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা করেন আশুলিয়া থানা যুবলীগের সদস্য সালাহউদ্দিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,তপন সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ মন্ডল, সহ-সভাপতি মোঃ শাহীন সরকার, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মোল্লা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলী মন্ডল, মোঃ জুয়েল রানা, মোঃ রিপন পলান, পবিত্র দাশ, মোঃ শাহীনুর রহমান শাহীন ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা, সোহেল রানা ও আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইয়ারপুর ইউপির ৫নং ওয়ার্ড সদস্য বকুল হোসেন সরকার সহ যুবলীগের অন্যানো নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন।
পরে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ররুহের মাগফেরাত ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।