কালিয়াকৈরে ইউনিয়ন ও পৌরসভায় করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 7, 2021

কালিয়াকৈরে ইউনিয়ন ও পৌরসভায় করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু

গাজীপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে  উপজেলার ৯টি ইউনিয়নে ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে প্রথম ধাপে ৩টি করে ওয়ার্ডে একযোগে এ ক্যাম্পেইন শুরু করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসাইন উপজেলার বিভিন্ন কেন্দ্রে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages