![]() |
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর ঘাটাখালি নদীর ব্রিজের নিচ থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বরিয়াবহ এলাকায় ঘাটাখালি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় শনিবার সকালে ঘাটাখালি নদীর ব্রিজের নিচে এক লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরণে ছিল খয়েড়ি রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের ট্রাউজার। তার মুখমন্ডলে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, অন্য কোন এলাকা থেকে নদী দিয়ে ভাসতে ভাসতে লাশটি এ এলাকায় পৌছেছে। তবে লাশের ময়নাতদন্তের রির্পোট এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।