মহাসড়কে মামলা ও আটকেও থামছে না গণপরিবহন, পুলিশ ম্যানেজে চলার দাবী - Meghna News 24bd

সর্বশেষ

.com/img/a/

Sunday, August 8, 2021

demo-image

মহাসড়কে মামলা ও আটকেও থামছে না গণপরিবহন, পুলিশ ম্যানেজে চলার দাবী

received_152683593654832


হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি: বিধি-নিষেধ উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন চলাচল করায় গাজীপুরের কালিয়াকৈরে গত তিন দিনে শতাধিক বাস আটক ও ৪০টি মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মামলা ও বাস আটক করলেও থামছে না গণপরিবহন। তবে পুলিশ ম্য্যানেজেই গণপরিবহন চালানো হচ্ছে বলে দাবী করে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন যারা ম্যানেজ করতে পারেনি, তাদের বাসগুলোকে আটক ও মামলা দেয়া হচ্ছে।

যাত্রী, পরিবহন শ্রমিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, করোনা সংক্রামণ উর্ধ্বমুখী হওয়ার কারণে সারা দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এ লকডাউন আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে। কিন্তু বিধি-নিষেধ উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুরপাল্লাসহ স্থানীয় গণপরিবহন চলছে। এদিকে বিধি নিষেধ উপেক্ষা করে গণপরিবহন চলাচল করায় রোববার দুপুর পর্যন্ত ২১টি বাস আটক করেছে সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশ। এর আগে চেকপোস্ট বসিয়ে শনিবার ৩৭টি বাস আটক করা হলেও মামলা দেওয়া হয়েছে মাত্র ৪টি। গত শুক্রবারও চেকপোস্ট বসিয়ে দিনব্যাপী ৪০টি বাস আটক করা হয়। ওই দিন ওই সব যানবাহনের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে শতাধিক বাস আটক করে ৪০টি মামলা দেওয়া হলেও যেন থামছে না গণপরিবহন। এসব গণপরিবহন রাত ও ভোররাতে চলাচল করে বেশি। এর পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিক্সা গাদাগাদি করে যাত্রী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে পুলিশ ম্যানেজ করে এসব গণপরিবহন চালানো হচ্ছে বলে দাবী করে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন যারা ম্যানেজ করতে পারেনি, তাদের বাসগুলোকে আটক ও মামলা করা হচ্ছে। আটকের পর টাকা-পয়সা নিয়ে অনেক গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে পুলিশ বলছে, ঈদের পর হঠাৎ শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণা এলে ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানে উত্তরবঙ্গ থেকে কারখানার শ্রমিকেরা গাজীপুর, সাভার ও ঢাকায় পর্যায়ক্রমে ঢুকতে শুরু করেন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মমুখী মানুষের। পরে সরকার দু-দিনের জন্য বাস চলাচলের সুযোগ দেয়। সেই সুযোগে এখনো কিছু কিছু যাত্রীবাহী বাস রাতে ও ভোরে চলাচল করছে। বিষয়টি পুলিশের নজরে এলে রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ থেকে নানা অজুহাতে ঢাকায় ঢুকছে যাত্রীবাহী বাস। এসব বাস বিভিন্ন উপায়ে এলেও মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তল্লাশিচৌকি অতিক্রম করতে পারেনি। 

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে চলাচল করার চেষ্টা করে। কিন্তু পুলিশও তৎপর ছিল। এদিকে গত তিন দিনে শতাধিক বাস আটকের পর ৪০টি মামলা করা হয়েছে। বাকী বাসগুলোর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে পুলিশ ম্যানেজে গণপরিবহন চলাচলের বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে কিভাবে গাড়ি আসে? তা জানা নেই।

Post Bottom Ad

Pages

undefined