হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উত্যাক্তের প্রতিবাদ করায় খুশিমনি ওরফে সোনামনি নামের ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা আজাহার মিয়া বাদী হয়ে রবিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অপহৃত স্কুল ছাত্রী খুশিমনি ওরফে সোনামনি(১৪) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া উত্তর পাড়া এলাকার আজাহার মিয়ার মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া উত্তর পাড়া এলাকার আজাহার আলীর ছেলে নয়ন বেশ কিছুদিন দরে একই গ্রামের আজাহার মিয়ার ৮ম শ্রেনীতে পড়–য়া মেয়ে প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় বিভিন্ন ভাবে উত্যাক্ত করে আসছিল। পরে বিষয়টি ওই স্কুল ছাত্রী তার পরিবারের লোকজনকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধায় স্কুল ছাত্রীর বাড়ীর পাশ থেকে একটি মটরসাইকেলে খুশিমনিকে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এঘটনায় রবিবার অপহৃত স্কুল ছাত্রীর বাবা আজাহার মিয়া বাদী হয়ে নয়ন মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।