হুমায়ুন কবির, কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর দোয়া ও আলোচনা সভা করা হেেয়ছে। কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের স ালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য, গাজীপুর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক পৌর মেয়র মেজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।