আশুলিয়ায় ধামসোনা কৃষকলীগের ৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 11, 2021

আশুলিয়ায় ধামসোনা কৃষকলীগের ৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আশুলিয়া প্রতিনিধি :আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের কৃষকলীগের  উদ্যোগে ৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাস স্টান সংলগ্ন চাইনিজ রেস্টুরেন্টে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের ধামসোনা কৃষকলীগের সভাপতি কিসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র অঞ্চলের আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মোবারক হোসেন খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান।

ত্রি-বার্ষিক সম্মেলনে নবগঠিত ৭নং ওয়ার্ডের সদস্যদের নাম ঘোষনা করেন  ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম

ও ঢাকা জেলা কৃষকলীগের সদস্য সচিব আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, আশুলিয়া থানা আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য সানাউল্লাহ সানা, জাকির হোসেন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক, আশুলিয়া থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলী, সদস্য শাহ আলম,আশুলিয়া থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সহ বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।

এ সময় প্রধান অতিথি ও বক্তাগণ, কৃষকলীগের নব গঠিত ৭নং ওয়ার্ড কমিটি কে কৃষকবান্ধব হয়ে কাজ করার জন্য আহবান জানান এবং অত্র অঞ্চলে কৃষকলীগ কে আরো শক্তিশালী করণের লক্ষে নানা মুখী কর্মকান্ড নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

পরে ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৫৪ সদস্য বিশিষ্ট  নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের সকলের মাঝে পরিচয় করিয়ে দেন ।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages