কালিয়াকৈরে স্থানীয়দের সহযোগিতায় বিদেশি পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, September 2, 2021

কালিয়াকৈরে স্থানীয়দের সহযোগিতায় বিদেশি পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

 


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই যুবককে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।  

গ্রেপ্তারকৃত যুবক হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মালাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে পিয়াস চৌধুরী (২০)।



এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিয়াস চৌধুরী দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে তার স্ত্রীকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মকবুল হোসেনের বাড়িতে বাসা ভাড়া থেকে একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। কিছু দিন আগে তার চাকরি চলে গেলে বর্তমানে তিনি বেকার দিন কাটাচ্ছেন। কিন্তু গত বুধবার রাতে তিনি ওই ভাড়া বাসায় তার কক্ষে বসে মোটা বইয়ের মাঝখানে কেটে পিস্তল ভিতরে ঢুকাচ্ছিলেন। এ সময় বাইরে থেকে ওই কক্ষের জানালা দিয়ে দৃশ্যটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই বাসা থেকে পিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ওই কক্ষের ভিতরে নোট বই থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। পরে গ্রেপ্তারকৃত যুবককে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


Post Bottom Ad

Responsive Ads Here

Pages