হুমায়ুন কবির, কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আসামী পক্ষের লোকজনের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলা তোলে নিতে তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে শুক্রবার সকালে মানববন্ধন করা হয়েছে।
“ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” এ শ্লোগানকে সামনে রেখে নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার সোনাতলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই ছাত্রীর ভাই মাজহারুল ইসলাম বক্তব্যে বলেন, এ নির্যাতনের ঘটনার পর থেকে আমার বোন ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু গভীর রাতে ফিরোজ আহম্মেদসহ কয়েকজন প্রভাবশালী বোনকে ধর্ষণ চেষ্টার মামলা তোলে নিতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। ওই সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম বলেন, এ মামলার আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কঠিন বিচার করা হোক। এ ধরণের ঘটনা যেন আর কখনো না ঘটে। স্থানীয় ইউপি সদস্য আলাল উদ্দিন সরকার বলেন, মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো ধরা পড়ছে না। আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। এসময় আরো উপস্থিত ছিলেন- নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদাক সজল সরকার, সংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাইফুল্লাহ সরকার শান্ত, ওই ছাত্রীর বাবা আয়নাল হকসহ আরো অনেকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলা তোলে নিতে ভয়ভীতি ও হুমকি দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩০শে আগষ্ট দুপুরে ওই স্কুলছাত্রীকে প্রতিবেশী জয়নাল আবেদীনের ছেলে সবুজ কৌশলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওইদিনই ছাত্রীর মা বিউটি বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।