রাজধানীর র‌্যাব সদর দপ্তরে মাথায় গুলি লেগে কনস্টেবলের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, September 14, 2021

রাজধানীর র‌্যাব সদর দপ্তরে মাথায় গুলি লেগে কনস্টেবলের মৃত্যু

প্রতিকি ছবি
নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে র‌্যাবের সদর দপ্তরে সোমবার মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম শুভ মণ্ডল (২৬)। ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়। র‌্যাব জানায়, বিকাল সোয়া ৫টায় গুরুতর আহত অবস্থায় শুভ মণ্ডলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুভ একা ডিউটিতে ছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। পরে র‌্যাব সদস্যরা কাছে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুভ কীভাবে গুলিবিদ্ধ হলো, এটি আত্মহত্যা নাকি অন্যকিছু-তা তদন্তের আগে বলা সম্ভব নয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। তার মাথায় গুলি লেগেছে। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages