ভয়াবহ অগ্নিকান্ডে ইন্দোনেশিয়ার কারাগারে নিহত ৪০ - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, September 8, 2021

ভয়াবহ অগ্নিকান্ডে ইন্দোনেশিয়ার কারাগারে নিহত ৪০


ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে কারারক্ষী ও কয়েদিসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির বানতেন প্রদেশের তানগেরাং নামক একটি কারাগারে এই ঘটনা ঘটে।

ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। ৬শ’ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটিতে দুই হাজারের বেশি বন্দী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages