হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়াল হোসেন রুবেল সরকারের নির্দেশনায় ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে ছাত্র/ছাত্রীদের মাঝে মাস্ক বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাকিল হাসানের পক্ষ থেকে গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন এবং করোনা ভাইরাস প্রতিরোধে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
বৃক্ষ রোপন ও মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে.এম ইব্রাহিম খালেদ। এসময় উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য জুলেখা খাতুনসহ গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।