বাড্ডায় ২০ কেজি গাঁজা ও ৯'শ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Monday, October 11, 2021

বাড্ডায় ২০ কেজি গাঁজা ও ৯'শ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিপুল গাঁজা ও নেশাদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে- জামাল হোসেন ও নাহিদুল ইসলাম।

বাড্ডার পশ্চিম মেরুল মেইন রোড থেকে তাদেরকে ২০ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড্ডা থানা এলাকায় কিউআরটি ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে, দুজন মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য পশ্চিম মেরুল মেইন রোডে একটি দোকানের সামনে অবস্থান করছে।  এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।  অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজনকে পালানোর সময় গ্রেফতার করা হয়।  


গ্রেফতার জামাল ও নাহিদুল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।  বাড্ডা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  

Post Bottom Ad

Responsive Ads Here

Pages