নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৮মাস পর যেন প্রাণ ফিরে পেল আশুলিয়া রিপোর্টার্স ক্লাব। করোনা মহামারি সহ নানা জটিলতার কারণে দীর্ঘদিনের জরাজীর্ণতা কে ঝেড়ে মুছে যেন এক নতুন উদ্যেমে নবীন প্রবীণদের মখুর কলতানে আবারো প্রাণউচ্ছোল হলো সংগঠনটি।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার ডিইপিজেড এ অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবারো সরব হলো অত্র অঞ্চলের ঐতিয্যবাহী সংগঠনটি ।
সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আল শাহরিয়ার বাবুল খান এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিনিয়র সদস্য মাসুদ রানা, ভারপ্রাপ্ত সহ সভাপতি নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল হক রিপন, দপ্তর সম্পাদক মোঃ শরীফ উল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানু, সমাজ কল্যান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুব আলম মানিক, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মন্জিলা আশা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য, আব্দুর রশিদ, মনির হোসেন।
সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এড মোতালেব হোসেন, রুহুল আমিন, মোঃ ইব্রাহীম খলীলুল্লাহ, মোহাম্মদ আলী সিমান্ত, মোঃ সাইদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে নবীন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাঈম সরকার, মোঃ মনিরুজ্জামান, এস এম আলম, মোঃ খলিলুর রহমান, মোঃ হোসেন মাহমুদ,মোঃ মুঈন দেওয়ান মোঃ সোহেল রানা প্রমুখ।
উক্ত মাসিক সাধারণ সভায় সকল সদস্যদের বক্তব্যের মধ্য ক্লাবের সদস্যদের মাসিক চাদাঁ, ক্লাবের বাৎসরিক পিকনিক, সদস্যদের আইডি কার্ড প্রদান, আগামী ২০২২ইং সালের ৭ই মার্চ যথাসময়ে ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন সহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এবং ক্লাবের সদস্যের সার্বিক বিষয় নিয়ে আগামীদিনের কর্মপরিকল্পনা গৃহীত হয়।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মর্ধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।