দলের দুঃসময়ের কান্ডারী আশুলিযার ধামসোনা ইউপি চেয়ারম্যান পদপ্রাথী হাজী আবু তাহের - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, October 17, 2021

দলের দুঃসময়ের কান্ডারী আশুলিযার ধামসোনা ইউপি চেয়ারম্যান পদপ্রাথী হাজী আবু তাহের


নিজস্ব প্রতিনিধি : সাভার আশুলিয়ায় যখন বিএনপির দুর্গ হিসেবে শক্তঘাটি ছিলো যখন আ.লীগের নাম নেয়ার মত কেউ ছিলো না ঠিক সেই সময় থেকে এ অঞ্চলে গুটি কয়েক আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাঝে অন্যতম ছিলেন উপজেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আবু তাহের ।

৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন শুনতে বাশেঁর লাঠি হাতে নিয়ে হাজির হন তিনি। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনেই তার আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হন তিনি ।

সেই থেকে অদ্যবদী তিনি আওয়ামী রাজনীতির ধারক বাহক হিসেবে কাজ করে চলেছেন। বিগত দিনে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে উপস্থিত থেকে আন্দোলন সংগ্রাম কে বেগবান করেছেন । ১৯৮৪ইং সালে তিনি বিএ পাশ করেন।  

১৯৭৫ইং থেকে ১৯৭৮ইং সাল পর্যন্ত তিনি ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন, ১৯৭৯ইং থেকে ১৯৮২ ইং সাল পর্যন্ত ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পরে ১৯৯০ইং থেকে ২০০০ইং সাল পর্যন্ত ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হন, ২০০১ইং থেকে ২০১৪ ইং সাল পযন্ত ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সহ-সভাপতি সর্বশেষ ২০১৫ইং থেকে ২০২০ইং সাভার উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক পদে অসীন থেকে কাজ করেছেন।

দলের দুঃসময়ের কান্ডরী প্রবীণ এ নেতা আশুলিয়া আসন্ন ইউনিয়নে ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী । অত্র ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থেকে সব সময় সেবা করে যাচ্ছেন। জড়িত আছেন অত্র এলাকার বহু স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে ।

শ্রমিক অধ্যুষিত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিগত করোনা মহামারীর প্রকোপের সময় গরীব ও অসহায় মানুষের মাঝে পর্যপ্ত পরিমানেরর খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি।

এছাড়াও ঈদ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও সমাজসেবা মুলক কাজে অত্র এলাকাবাসীকে প্রতিনিয়নত বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। একজন শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে অত্র এলাকায় রয়েছে তার ব্যপক সুনাম ।

দুর্দিনে জনগণের পাশে থাকায় এবং রাজনীতির মাঠে সরব থাকায় একজন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত মুখ আবু তাহের।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের জনগন ও দলীয় নেতাকর্মীরা জানান, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের ইউপি নির্বাচনে ত্যাগি ও যোগ্য নেতাদের মূল্যায়ন করে মনোনায় দিতে,টাকার বিনিময়ে যেন হাইব্রিডরা মনোনায়ন না পায় । সে হিসেবে দলের দুর্দিনের অতন্দ্রপ্রহরী পরোপরকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবার প্রিয় মুখ হাজী আবু তাহের ।

যিনি ইতোমধ্যেই আমাদের ইউনিয়নবাসীর সেবা করে জনগণের মন জয় করে নিয়েছেন, তিনি সবসময় আমাদের সুখে দুঃখে খোঁজ খবর নেন। তার মতো একজন নেতা আমাদের চেয়ারম্যান হিসেবে চাই।

এ ব্যপারে ধামসোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী হাজী আবু তাহের বলেন, ৪৮বছর ধরে এই আ,লীগের জন্য রাজনীতি করি কখনো নিজের জন্য কিছু করিনি। আমার নামে নেই ভুমি দখল ,চাঁদাবাজী ,ফুটপাত দখল,ঝুট ব্যবসা বা দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগ । মহান রাব্বুল আলামিনের রহমতে আর পৈতিৃক সূত্রে পাওয়া সম্পদের হিসেবে আমি কোটিপতি । পদপদবী ধারণ করে অর্থ কামানোর ইচ্ছা আমার নেই, শুধু মানুষের সেবা করতে চাই । আমার কর্মকান্ড বিচার বিশ্লেষন করে দল আমাকে মনোয়ন দিলে আমি অবশ্যই বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ্। আমি নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে একটি পূর্ণ আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সকল জনগণের মাঝে সরকারের ডিজিটাল সেবা নিশ্চিত করবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মাদক, সন্ত্রাস নির্মূল করা, সেটাও আমি জনগণকে সাথে নিয়ে করবো। ইউনিয়নে দলীয় কোন্দল ও গ্রুপিং মুক্ত আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করব এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করাই আমার প্রধান উদ্দেশ্যে হিসেবে কাজ করবে। অত্র এলাকায় বসবাসকারী লাখ লাখ শ্রমিকের চলাচলের স্বার্থে নতুন নতুন রাস্তাঘাট তেরি তার পথচলা কে আরো সুগম করবো । তিনি আরো বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনীত করবেন। তবে ইতোমধ্যে আমি দলীয় প্রার্থী হিসেবে মানুষের কাছে পরিচিত হয়েছি। আমি আশা করি আমার কর্মকান্ড ও সমাজসেবা মুলক কাজের উপর ভিত্তি করে দল আমাকে মনোনয়ন দিবেন। আর আমি মনোনিত হলে বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ্।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages