হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি : আগামী ২৮নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল। এ খবর ছড়িয়ে পড়লে পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়, বাজার, সপিংমল ও চায়ের দোকানে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার সীমানার নানা জটিলতার কারণে ১০ বছর বন্ধ ছিল পৌর নির্বাচন। সকল জটিলতা নিরসন করে গত ১৪ অক্টোবর সারাদেশের মতো ৩য় ধাপে ঘোষনা করা হয়েছে কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। কালিয়াকৈর পৌরসভার নির্বাচন হবে এমন সংবাদ ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এরি মধ্যে নৌকা পেতে নেতাদের কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু হয়। পৌর নির্বাচনে প্রায় ১ ডজন আওয়ামী নেতারা নৌকা প্রতীক পেতে মরিয়া হয়ে লাগে।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২১নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যের মধ্যে আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারক খরুন, রমেশচন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র জানান, দলীয় প্রার্থী বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। সভার শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের নৌকা প্রতীক দেন। এর মাঝেও কালিয়াকৈর পৌর সভায় নৌকার প্রতীক ঘোষনা করেন রেজাউল করিম রাসেলের পক্ষে। এ খবর কালিয়াকৈর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে পৌরসভার বিভিন্ন মহল্লায় ও পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করে আনন্দ করতে থাকেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে নৌকার প্রতীক পেয়ে রেজাউল করিম রাসেল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী পৌর নির্বাচণে নৌকা প্রতীককে জয় করতে হবে। সেই সাথে পৌরসভাকে মাদক মুক্ত ও একটি ডিজিটাল পৌরসভা হিসেবে গড়তে হবে।
উল্লেখ, আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৪১টি এবং ২৭৬টি বুথে এক যোগে ভোট গ্রহণ হবে। এ নির্বাচনের লক্ষ্যে স্ব-স্ব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাচাই, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আগামী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।